মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকে সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সামরিক হামলা চালায়, তাহলে ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে এই বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা এসব দেশকে জানিয়েছি— যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে আমরা তাদের আহ্বান জানিয়েছি, যেন তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে ভূমিকা রাখে।”

ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে এ সতর্কবার্তা এলো। বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি লেখেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আন্দোলন চালিয়ে যান। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম নথিভুক্ত করুন— তাদের কঠিন মূল্য দিতে হবে।”

ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসব না। ইরানের জনগণের জন্য সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন।”

আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স, আলজাজিরা