দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো এক হামলায় দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাস সোমবার (১৭ নভেম্বর) টিভি চ্যানেল আল হাদাথের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
আল হাদাথ জানায়, নিহত দুই কমান্ডারের গাড়িটি টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় লক্ষ্য করে আঘাত হানা হয়। এই হামলাটি এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রায় প্রতিদিনই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হন। এর কিছুদিন পর, ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহও ইসরায়েলি হামলায় নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বিদ্যমান থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েল লেবাননের অভ্যন্তরে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে। এই ভয়াবহ হামলায় কমপক্ষে ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন। হিজবুল্লাহ কমান্ডারদের ওপর সরাসরি আঘাতের এই ঘটনা সীমান্তে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইএফ/