পাকিস্তান আবারও ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। গত ১৯ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সর্বশেষ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার মাত্র চার দিন আগেই এই ঘোষণা এলো।

চলতি বছরের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির পর থেকেই ধারাবাহিকভাবে এই বিমান চলাচল নিষেধাজ্ঞা জারি ও বৃদ্ধি করা হচ্ছে। পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ রাখার পাশাপাশি ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে রেখেছে।

পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। তাদের উড়ালপথ (ফ্লাইট রুট) এখন অনেক বেশি দীর্ঘ। এর ফলে একদিকে যেমন জ্বালানি ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে, তেমনি গন্তব্যে পৌঁছানোর যাত্রাসময়ও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘ রুট ব্যবহারের কারণে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় টিকিটের দামেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে, এই নিষেধাজ্ঞা জারি রাখায় পাকিস্তানও তাদের আকাশসীমা ব্যবহারের জন্য বিমান সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ওভারফ্লাই ফি থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের রাজস্ব আয়ে বড় ক্ষতি বয়ে আনছে। দুই দেশের এই অব্যাহত কড়াকড়ি আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইএফ/