বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র দুবাই এবার ইতিহাস গড়তে যাচ্ছে ‘স্বর্ণের রাস্তা’ নির্মাণের মাধ্যমে। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট এলাকায় বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই ব্যতিক্রমী প্রকল্পের কথা জানানো হয়, যদিও এর নকশা ও কাঠামোগত বিস্তারিত ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুবাই দীর্ঘদিন ধরেই বৈশ্বিক স্বর্ণবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। এসব সাফল্যের ধারাবাহিকতায় আমিরাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ কেনাবেচার হাবে পরিণত হয়েছে।

নতুন গোল্ড ডিস্ট্রিক্টকে ‘হোম অব গোল্ড’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দুবাই। এই ডিস্ট্রিক্টে স্বর্ণ ও অলঙ্কার শিল্পসংশ্লিষ্ট সব ধরনের সেবা এক জায়গায় পাওয়া যাবে। খুচরা বিক্রি, বুলিয়ন বা স্বর্ণের বার লেনদেন, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সেবাসহ পূর্ণাঙ্গ স্বর্ণ অর্থনীতির অবকাঠামো এখানে গড়ে তোলা হচ্ছে।

বর্তমানে গোল্ড ডিস্ট্রিক্টে সুগন্ধি, প্রসাধনী, স্বর্ণ ও লাইফস্টাইল খাতের এক হাজারেরও বেশি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশকের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ইতোমধ্যে সেখানে তাদের ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে। পাশাপাশি জয়ালুকাস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়—২৪ হাজার বর্গফুটের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপনের ঘোষণা দিয়েছে।

ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, বাণিজ্যিক পরিসর ও বিনিয়োগ সম্ভাবনার এক অনন্য সমন্বয় তৈরি করেছে। অন্যদিকে দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ, আর এই প্রকল্প সেই ঐতিহ্যকে আধুনিক ও টেকসই রূপে বিশ্বদরবারে তুলে ধরবে।