ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার হুথিদের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ দিয়েছেন আমাদের সাহসী কমান্ডার।”
এর আগে ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়, যাতে নয়জন নিহত হয়েছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “ঘামারি গুরুতর আহত অবস্থায় মারা গেছেন। এখন তিনি তার সহযোদ্ধাদের সঙ্গে নরকে যোগ দিয়েছেন।”

২০১৬ সালে হুথিদের সামরিক শাখার চিফ অব স্টাফ হন ঘামারি। পরে ২০২১ সালে কমান্ডার-ইন-চিফ পদে উন্নীত হন তিনি। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

হুথি গোষ্ঠী বলেছে, “ইসরায়েলের অপরাধের প্রতিশোধ নেওয়া হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, ঘামারির মৃত্যু হুথিদের সামরিক কাঠামো ও আঞ্চলিক ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করবে।