ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার সীমান্তবর্তী গ্রামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার (১৫ অক্টোবর) রাতে বিদায়বিল এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, আহত দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোয়াই জেলার পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

ভারত-বাংলাদেশ সীমান্তে ৮৫৬ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও এ ধরনের অনুপ্রবেশ ও সহিংসতা প্রায়ই ঘটে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সীমান্তে এমন হত্যাকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে বারবার প্রশ্নবিদ্ধ করছে।