দীর্ঘ দুই ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের এক ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ট্রাম্প ও পুতিন। শুক্রবার (১৭ অক্টোবর) রুশ সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এ তথ্য জানা গেছে।

রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, ফোনালাপে পুতিন স্পষ্ট করে বলেন— টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধের বাস্তবতা বদলাতে পারবে না, বরং এটি ওয়াশিংটন-মস্কো সম্পর্কের স্থিতি নষ্ট করবে এবং শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, “আলোচনাটি ছিল খোলামেলা ও গঠনমূলক। ট্রাম্প রাশিয়া-যুক্তরাষ্ট্র সহযোগিতা পুনরুদ্ধারে আগ্রহী বলে জানিয়েছেন।”

পুতিন তার পক্ষ থেকে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি ও রুশ বাহিনীর কৌশলগত অবস্থান সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন। অপরদিকে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় দুই নেতা বুদাপেস্টে সম্ভাব্য এক বৈঠকের বিষয়েও সম্মত হয়েছেন। এর আগে আলাস্কায় তাদের শেষ বৈঠক হয়েছিল গত আগস্টে।

ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “আমি ও পুতিন শান্তির পথে অগ্রসর হওয়ার বিষয়ে একমত হয়েছি।”

আগামী সপ্তাহে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন, যেখানে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়টি মূল আলোচ্য হবে।