চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি আজ বুধবার (১৯ নভেম্বর) ৫ দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো ভারত ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের আওতা আরও বৃদ্ধি করা এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করা।

ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগান বাণিজ্যমন্ত্রী এ সফরে ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও (আইআইটিএফ) অংশ নেবেন। আফগান পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার হলো ভারত। ২০২৩-২৪ অর্থবছরে ভারত আফগানিস্তান থেকে ডুমুর, কিশমিশ, আপেল, রসুন, জাফরানসহ বিভিন্ন পণ্য আমদানি করেছে।

গত বহু দশক ধরে আফগানিস্তানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল প্রতিবেশী পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সরকার কর্তৃক নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে ব্যাপক তিক্ততা সৃষ্টি হয়েছে।

টিটিপিকে নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সীমান্তে সংঘাতের পর দুই দেশের সরকারি প্রতিনিধিরা কাতার ও তুরস্কে শান্তি সংলাপে বসেছিলেন, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এর মধ্যে সীমান্তে সংঘাতের শুরু থেকেই আফগানিস্তানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধ রেখেছে পাকিস্তান। স্থলবন্দর ও বাণিজ্যরুটগুলোও বন্ধ থাকায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে আফগানিস্তানের রপ্তানি খাত।

এই কঠিন পরিস্থিতিতে, পাকিস্তানি পণ্য ও বাণিজ্য রুটের ওপর নির্ভরতা কমাতে আফগান ব্যবসায়ীদের ৩ মাস সময় দিয়েছে তালেবান সরকার। গত ১২ নভেম্বর আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এক সংবাদসম্মেলনে এ তথ্য জানান। কাবুলের এই সময়সীমা ঘোষণার মাত্র ৬ দিনের মাথায় ভারতে আসছেন আফগান বাণিজ্যমন্ত্রী। এই সফরের এক মাস আগেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে ঘুরে গেছেন।

ইএফ/