মানবপাচার নিয়ন্ত্রণে ইউরোপে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। প্রথমবারের মতো বলকান অঞ্চলে ব্রিটিশ সীমান্তরক্ষী পাঠানো হয়েছে, যারা মানবপাচারকারীদের শনাক্ত ও আটক করতে ফ্রন্টেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
লন্ডনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, “অনিয়মিত অভিবাসনের রুটগুলো বন্ধে সব বিকল্প বিবেচনা করতে আমাদের সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছি।”
ব্রিটিশ কর্মকর্তারা এখন ড্রোন ও বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তে নজরদারি বাড়াচ্ছেন। পাশাপাশি স্থানীয় বাহিনীর সদস্যদের নাইট ভিশন গগলস ও প্রশিক্ষণ দিচ্ছেন পাচারচক্র মোকাবিলায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর পশ্চিম বলকান রুট ব্যবহার করে অন্তত ২২ হাজার মানুষকে পাচার করেছে আন্তর্জাতিক চক্রগুলো।
আগামী সপ্তাহে পশ্চিম বলকান দেশগুলোর নেতাদের সঙ্গে সম্মেলন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যেখানে অনিয়মিত অভিবাসন রোধে নতুন নীতিমালা গৃহীত হবে।
অনিয়মিত অভিবাসন ঠেকাতে বলকান অঞ্চলে যুক্তরাজ্যের সীমান্তরক্ষী
ফ্রন্টেক্সের সঙ্গে যৌথ অভিযান, পাচারকারীদের ধরতে ড্রোন ও বায়োমেট্রিক নজরদারি
