ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল সৃষ্টি করেন কয়েকজন বিরোধী সদস্য। একজন সদস্য হাতে লেখা প্ল্যাকার্ড তুলে ধরে বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।” হট্টগোলের কারণে ট্রাম্প কিছুক্ষণ ভাষণ বন্ধ রাখতে বাধ্য হন।

পরে নেসেটের স্পিকার আমির ওহানা পরিস্থিতি সামাল দিয়ে সংশ্লিষ্ট সদস্যদের বের করে দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বামপন্থী রাজনীতিক ওফার কাসিফসহ অন্তত দুইজন এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার পর ট্রাম্প হাস্যরস করে বলেন, “ওটা বেশ কার্যকর পদ্ধতি ছিল।” তিনি আরও বলেন, “এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।” ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “সাহসী নেতা” আখ্যা দিয়ে ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, “দীর্ঘ দুই বছরের অন্ধকার শেষে ২০ জন সাহসী জিম্মি আজ তাদের পরিবারের কাছে ফিরেছেন। আরও ২৮ জনকে আমরা মর্যাদার সঙ্গে ফিরিয়ে এনেছি।” তিনি আশা প্রকাশ করেন, “এই শান্তি যেন অনন্তকাল স্থায়ী হয়।”