ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে ইরান। জালিয়াতি ও মানব পাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান কর্তৃপক্ষ। আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (১৭ নভেম্বর) তেহরানের ভারতীয় দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ইরানে যেতে প্রলুব্ধ করা হচ্ছিল। সেখানে পৌঁছানোর পর অনেককেই অপরাধী চক্র চাকরির এজেন্ট বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করছিল। এই সুবিধার অপব্যবহার ঠেকাতে ইরান এই সুবিধাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। অনেককে ইরানে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল, কিংবা সেখান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককেই অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে পাচারকারীরা।
ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে। গত মে মাসে দূতাবাস জানায়, ইরান ভ্রমণে যাওয়া পাঞ্জাবের বাসিন্দা তিনজন ভারতীয় নিখোঁজ হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা পরে জানান, ওই তিনজনকে অপহরণ করা হয়েছিল এবং তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম গত জুন মাসে এক প্রতিবেদনে জানায়, তেহরানের দক্ষিণে ভারামিন এলাকায় পুলিশি অভিযানে ওই তিন ভারতীয়কে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, পর্যটন বৃদ্ধি ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের স্বল্প সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছিল ইরান।
ইএফ/