বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ জাতিসংঘ ও ওআইসি’র মতো বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।

সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নাজরুল ইসলাম এবং কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ঈসা জোহার হায়াত নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

দুই দেশ প্রতিরক্ষা, জনশক্তি, সাইবার নিরাপত্তা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে একমত হয়। পাশাপাশি, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা জোরদার ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ উদ্যোগের প্রস্তাব আসে।

সংলাপে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ও কুয়েত পর্যায়ক্রমে প্রতি দুই বছর অন্তর এই সংলাপ আয়োজন করবে।

বাংলাদেশ রোহিঙ্গা সংকটে কুয়েতের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানায় এবং পুনর্বাসন ইস্যুতে একসঙ্গে কাজের অঙ্গীকার করে। কুয়েতি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।