সংবাদ সংস্থা রয়টার্স জাপানে শক্তিশালী এ ভূমিকম্পের খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বিরাট অংশে স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।  জেএমএ বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার (৩০ মাইল)।

যদিও প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছিল। তাৎক্ষণিকভাবে সোমবারের এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জানা যায়, এ ভূমিকম্পের পর বহু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে আসেন। আবার কেউ কেউ ভূমিকম্পের সময় তাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র কেঁপে ওঠার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।