দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্যপদ পেল দেশটি।
অন্যদিকে এর মাধ্যমে ২৬ বছর পর প্রথমবারের মতো নতুন সদস্য পেল আসিয়ান। এতে করে প্রথমবারের মতো আঞ্চলিক এই জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে।
রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
রোববার মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। এদিনই কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। আর তাই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
পূর্ব তিমুর ২০১১ সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেল দেশটি।
আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জোটের সদস্য দেশগুলো হলো— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এদিকে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব”। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন কৌশলগত অংশীদার দেশগুলোর নেতারাও এতে অংশ নিচ্ছেন।
এছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছিল।
প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৯৯ সালে কম্বোডিয়ার পর আসিয়ানে যোগ দেওয়া প্রথম নতুন সদস্য রাষ্ট্র এটি।