বেসামরিক যাত্রীবাহী বিমান তৈরির জন্য রাশিয়ার সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। মঙ্গলবার ভারতের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ও রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশনের (ইউএইসি) মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সমঝোতা অনুযায়ী- কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে। এই বিমান সাধারণত ১০০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে। এরমাধ্যমে এই প্রথম দেশের মাটিতে যাত্রীবাহী বিমান তৈরি করতে যাচ্ছে ভারত। এসজে১০০ বিমান দুই ইঞ্জিনের ছোটো এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের ২০০ মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে।
এইচএএল এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি দুই প্রতিষ্ঠানের পারস্পরিক বিশ্বাসের ফলাফল। এটি বেসামরিক বিমান চলাচল খাতে ‘আত্মনির্ভর ভারত’ স্বপ্ন পূরণের পথে এক পদক্ষেপ। আগামী ১০ বছরে ভারতের বিমান চলাচল খাতে আঞ্চলিক সংযোগের জন্য দুই শতাধিক বিমানের প্রয়োজন হবে এবং আশপাশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে যাত্রী পরিবহনের জন্য আরও ৩৫০টির চাহিদা তৈরি হবে।
এদিকে ইউএইসি বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। মার্কিন অর্থ বিভাগ এই কোম্পানিকে রাশিয়ার সামরিক শিল্প খাতের মূল প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছে।
এই পরিস্থিতিতে ইউএইসি-এর সঙ্গে এই চুক্তিকে ভারতে প্রথমবারের মতো যাত্রীবাহী বিমান উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নিষেধাজ্ঞার কবলে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের চুক্তি পশ্চিমা দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে।
যদিও ভারত বরাবই দাবি করছে, রাশিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞার প্রতি নয়াদিল্লির সমর্থন নেই এবং মস্কোর সঙ্গে তাদের সম্পর্ককে লক্ষ্যবস্তু করা অন্যায় ও অযৌক্তিক।
ইএফ/