মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ান সাগরে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী। ডুবোজাহাজে নিষিদ্ধ মাদক দ্রব্য থাকায় তা আমেরিকায় পৌঁছানোর আগে ধ্বংস করা হয়েছে।
হামলায় দু’জন নিহত হন, বাকি দু’জন ইকুয়েডর ও কলম্বিয়ার বাসিন্দা হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে হামলার তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট দাবি করেছেন, ডুবোজাহাজে ফেন্টানিলসহ অন্যান্য নিষিদ্ধ মাদক ছিল, যা আমেরিকার উপকূলে পৌঁছলে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু ঘটতে পারত। অভিযানে কোনও আমেরিকান সেনার ক্ষতি হয়নি।
গত সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সমুদ্রে একাধিক মাদকবাহী জলযান ধ্বংস করেছে। গোয়েন্দা সূত্র বলছে, ভেনেজুয়েলা থেকে এসব মাদক আমেরিকার উদ্দেশে পাঠানো হতো।
মার্কিন সেনাবাহিনী ধ্বংস করলো মাদকবাহী ডুবোজাহাজ
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ান সাগরে অভিযান
