ভারতের আহমেদাবাদে গত ১২ জুন ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিধ্বস্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান একমাত্র যাত্রী বিশ্বকুমার রমেশ।
সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ বলেন, নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হলেও এখনো গভীর মানসিক ও শারীরিক যন্ত্রণায় আছেন তিনি। দুর্ঘটনায় প্রাণ হারান তার ভাই অজয়, যিনি বিমানে কয়েক আসন দূরে বসেছিলেন।
দুর্ঘটনার পর রমেশ যুক্তরাজ্যে ফিরে যান। সেখানে তিনি এখন আঘাতজনিত মানসিক চাপে ভুগছেন। তিনি জানান, আমি একমাত্র বেঁচে যাওয়া মানুষ। এটি এক অলৌকিক ঘটনা। কিন্তু আমি আমার ভাইকে হারিয়েছি, সে ছিল আমার মেরুদণ্ড।
তিনি আরও বলেন, এখন আমি প্রায় কথা বলি না। স্ত্রী ও ছেলেকে এড়িয়ে চলি। আমি বাড়িতে একা থাকতেই পছন্দ করি।
রমেশ জানান, দুর্ঘটনার পর থেকে তিনি পা, কাঁধ, হাঁটু ও শরীরের পেছনে ব্যথা অনুভব করেন। এর ফলে তিনি কোনো কাজ বা গাড়ি চালাতে পারেন না। এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও স্ত্রীর সহায়তা নিতে হয়।
রমেশের ভাষায়, আমি এখন একা। হাঁটতে পারি না, কথা বলতে পারি না। মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রতিটি দিনই আমাদের পরিবারের জন্য নতুন এক বেদনা।