গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী নোয়াখালীবাসীরা আবারও “নোয়াখালী বিভাগ বাস্তবায়ন” দাবিতে একত্রিত হয়েছেন।
রবিবার স্থানীয় সময় রাত ৮টায় ওমোনিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী সমিতি ইন গ্রিসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন মাসুদ হোসেন রনি। বক্তারা বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে নিয়ে আলাদা বিভাগ গঠনের দাবি বহু পুরোনো।
শেখ কামরুল ইসলাম, এ কে এম ইকবাল, নুর আহমেদ, মাসুদ পাটোয়ারীসহ বিভিন্ন বক্তা বলেন, “নোয়াখালী বিভাগ হলে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
প্রবাসী বক্তারা বলেন, “আমরা বিদেশে থেকেও আমাদের মাটির টান ভুলিনি। দেশের উন্নয়ন ও ঐক্যের জন্য এই দাবিকে জোরদার করতে হবে।”
সভা শেষে “নোয়াখালী বিভাগ চাই” স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।