আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে আবারও সেনা অভ্যুত্থান। দুর্নীতি, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসন্তুষ্ট জনতা টানা দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে আসছিল। এই সময় সেনাবাহিনীর একটি এলিট ইউনিট তাদের পাশে দাঁড়ায়।
পরিস্থিতি অস্থির হতেই প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সে পালিয়ে যান। তার পর পরই সেনারা ঘোষণা দেয়, তারা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করছে।
কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা বলেন, একটি যৌথ কমিটি গঠন করা হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে। বিবিসির বিশ্লেষণে জানানো হয়েছে, এই কাপসাট ইউনিটই ২০০৯ সালে আন্দ্রিকে ক্ষমতায় আনতে ভূমিকা রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি দেশটিতে গণতন্ত্রের আরও একটি পিছুটান তৈরি করবে।
মাদাগাস্কারে সেনা অভ্যুত্থান: পালিয়ে গেলেন প্রেসিডেন্ট
