যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফেরত দিয়েছে ৩০ ফিলিস্তিনির মরদেহ, যা হামাসের দুই মৃত জিম্মির সঙ্গে বিনিময় করা হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ইসরায়েল ফেরত দিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) মরদেহগুলো খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেডক্রস।

এর আগে বৃহস্পতিবার রাতে হামাস দুই ইসরায়েলি মৃত জিম্মির মরদেহ ফেরত পাঠায়। গত ১৩ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, এক মৃত জিম্মির বিনিময়ে ইসরায়েলকে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিতে হবে। দুই মৃত জিম্মির বিনিময়ে এবার ৩০ মরদেহ ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে।

আল নাসের হাসপাতালের কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরায়েল থেকে গ্রহণ করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল ইতিমধ্যেই ২২৫ মরদেহ ফিলিস্তিনিদের কাছে ফেরত দিয়েছে। তবে এখনও অনেক মরদেহ ইসরায়েলের হাতে রয়েছে, যা দীর্ঘদিন ধরে সেখানে আছে।

যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ২০ জন জীবিত জিম্মি ফেরত দেয়। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ হস্তান্তর শুরু হয়। মরদেহগুলো বেশিরভাগ ধ্বংসস্তূপের নিচে লুকানো থাকায় উদ্ধার করতে কিছুদিন সময় লেগেছে।

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল দুইবার চুক্তি লঙ্ঘন করেছে। গাজায় ব্যাপক হামলা চালিয়ে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে, যার মধ্যে একরাতে ১০৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা মানবিক পরিস্থিতি ও চুক্তির কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।