ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসরত ইহুদি-পরিচয়ের ব্নেই মেনাশে জনগোষ্ঠীকে ইসরায়েলে পুনর্বাসনের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এটি একটি “গুরুত্বপূর্ণ ও ইহুদিবাদী সিদ্ধান্ত” এবং দেশের উত্তরাঞ্চলকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে এটা নেওয়া হয়েছে।

রোববার ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানায় ২০৩০ সালের মধ্যে ব্নেই মেনাশে সম্প্রদায়ের প্রায় ৫ হাজার ৮০০ জনকে ধাপে ধাপে দেশে নেওয়া হবে। মিজোরাম ও মণিপুরে বসবাসরত এই জনগোষ্ঠীকে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে।

গালিলি অঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে হাজার হাজার মানুষ অঞ্চলটি ছেড়ে গেছে। ইসরায়েল সরকার মনে করছে ব্নেই মেনাশেদের পুনর্বাসন অঞ্চলটিতে জনবসতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

সরকারি ঘোষণায় আরও বলা হয়, ২০২৬ সালেই প্রথম ধাপে ১ হাজার ২০০ জন ব্নেই মেনাশে ইসরায়েলে যেতে পারেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী এই উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটি একটি জাতীয় দায়িত্ব ও ধর্মীয় অঙ্গীকার। আমরা তাদের নিজেদের ভূমিতে ফিরিয়ে আনছি।