ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) আজ (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৬৬.৯১% ভোটার উপস্থিতি দেখা যায়, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ।

নির্বাচনী ট্রেন্ড: দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত ট্রেন্ড অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় বিজেপি-জেডিইউ জোট এবং তাদের ক্ষুদ্র সঙ্গীরা অন্তত ১৯০ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন বিরোধী মহাজোট এগিয়ে রয়েছে মাত্র ৪২ আসনে। এই ট্রেন্ড ইঙ্গিত করছে যে বিহারে এনডিএ জোট সহজেই সরকার গঠন করতে চলেছে।

বিতর্ক ও ইস্যু: নির্বাচনের আগে থেকেই বিরোধীরা অভিযোগ করে আসছিল যে বিতর্কিত ভোটার তালিকা সংস্কারের মাধ্যমে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে, যদিও বিজেপি ও নির্বাচন কমিশন উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

বিহার ভারতের অন্যতম দরিদ্র রাজ্য হওয়ায় কর্মসংস্থান এখানকার প্রধান ইস্যু। এই নির্বাচনে প্রায় অর্ধেক ভোটার নারী, এবং এবার ৭১.৬% নারী ভোটারের উপস্থিতি ছিল, যা একটি রেকর্ড। উভয় জোটই নারী ভোটারদের লক্ষ্য করে বিভিন্ন আর্থিক সহায়তা কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল। রাজনৈতিক পরামর্শক প্রশান্ত কিশোরের নবগঠিত দলও এই নির্বাচনে নতুন খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিল। বর্তমান ট্রেন্ড অনুযায়ী, বিহারে বিজেপি-জেডিইউ জোটের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত।

ইএফ/