ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮০ জন। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাহাড়ি এলাকা পাসির লাঙ্গু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে গ্রামটির ওপর। এতে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়।
গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) এএফপিকে জানান, এর আগে কখনো তাদের এলাকায় ভূমিধস হয়নি। তিনি বলেন,
“বৃষ্টির সময় মাঝে মাঝে নদীর পানি গ্রামে ঢুকত, কিন্তু এমন ভূমিধস আমরা কখনো দেখিনি। এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন ও ভয়াবহ অভিজ্ঞতা।”
ভূমিধসের পর থেকেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। তবে টানা বৃষ্টি ও কাদা জমে থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না, ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক আবহাওয়া দেখা দিচ্ছে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও এবার পশ্চিম জাভা, সুমাত্রা ও রাজধানী জাকার্তাসহ বিভিন্ন এলাকায় ঘন ঘন ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে।