সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ঝড়টি ‘প্রকৃত বিপদ’ ডেকে আনছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়েছে, অগণিত ফিলিস্তিনি এক বছরেরও বেশি সময় ধরে জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। তাদের যন্ত্রণাদায়ক অবস্থার কোনও শেষ দেখা যাচ্ছে না। সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজা উপত্যকা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে, যা তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী হাজার হাজার পরিবারের ব্যাপক ক্ষতি করতে পারে। এসব আশ্রয়স্থল তীব্র ঠান্ডা কিংবা ঝড়ের তীব্রতা থেকে কোনো সুরক্ষা দেয় না।’
সার্বিক এই পরিস্থিতিকে দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে। সবশেষে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জোর দিয়ে বলছি যে এই আবহাওয়ার বাস্তবতা গণহত্যা এবং আমাদের ফিলিস্তিনি জনগণের ওপর চাপিয়ে দেয়া অন্যায় অবরোধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে।’