তথ্যপ্রযুক্তি জগতে ‘মুনলাইটিং’ বেশ পরিচিত শব্দ। নিজের শিফটের বাইরে অন্য সময়ে কিংবা সপ্তাহান্তে ছুটির দিনে অন্য সংস্থার হয়ে চাকরি করাকেই বলা হয় মুনলাইটিং। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি চাকরি করা এক ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
অভিযুক্ত এই যুবকের নাম মেহুল গোস্বামী। ৩৯ বছর বয়সী এই যুবক এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, মেহুলের বিরুদ্ধে অভিযোগ, ‘মুনলাইটিং’ করে ৪৪ লক্ষ টাকা হাতানোর। নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি পরিষেবা দপ্তর জানিয়েছে, সেখানে কর্মরত অবস্থায় পদের অপব্যবহার করেছেন মেহুল। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা হতে পারে ১৫ বছরের।
মেহুলের বিরুদ্ধে অভিযোগ, নিউ ইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে ‘গ্লোবাল ফাউন্ডরিস’ নামের এক সেমিকন্ডাক্টর সংস্থাতেও তিনি কর্মরত ছিলেন। এক বেনামী ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সেখানে দাবি করা হয়, সরকারি কর্মী হিসেবে চাকরির পাশাপাশি একই সময়ে অন্য সংস্থার হয়েও কাজ করে চলেছেন অভিযুক্ত মেহুল।
অভিযুক্ত ভারতীয়কে আদালতে তোলা হলে তিনি জামিন পাননি। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। আসলে নিউ ইয়র্কের যে প্রাদেশিক আইন, সেই অনুযায়ী মেহুলের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য অপরাধ নয়।
ইএফ/