ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আইডিএফের পরবর্তী কাজ হবে গাজার ভূগর্ভস্থ হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা। কাৎজ লিখেছেন, “জিম্মিদের মুক্তি এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নতুন বেসামরিক সরকার গঠনের পর আইডিএফ গাজার সুড়ঙ্গগুলো ধ্বংসের অভিযান শুরু করবে। এটি গাজাকে অসমরিকীকরণ ও হামাসকে নিরস্ত্রীকরণের প্রাথমিক ধাপ।”
২০০৬ সালে গাজায় নির্বাচনে জয়ী হয়ে শাসনভার নেয় হামাস, এরপর সেখানেই তাদের প্রভাব বিস্তার পায়। এ সময়ে পুরো উপত্যকাজুড়ে শত শত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণ করে সংগঠনটি। এসব সুড়ঙ্গ ব্যবহার করা হতো অস্ত্র, গোলাবারুদ, খাদ্যসামগ্রী ও জিম্মিদের আশ্রয়ের জন্য।
ইসরায়েলের দাবি, ৭ অক্টোবর হামলার পর ২৫১ জন জিম্মিকে এসব সুড়ঙ্গেই আটকে রাখা হয়েছিল। সুড়ঙ্গগুলোর সঠিক অবস্থান ও সংখ্যা এখনো রহস্যে ঘেরা, যা কেবল হামাসের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাই জানেন।