পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানি সেনারা অভিযান চালায়, এতে উভয়পক্ষে গোলাগুলি চলে কয়েক ঘণ্টা।
দ্য নিউজ পত্রিকার খবরে বলা হয়, নিহতদের “ভারতীয় প্রক্সি ফিতনা-ই-খারেজি” হিসেবে অভিহিত করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, “আজম-এ-ইস্তেহকাম” অভিযানের অংশ হিসেবে দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সম্প্রতি পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগান সেনারাও সীমান্তে গোলাগুলি চালায়। ফলে সীমান্ত এলাকায় এখন ট্যাংক, ভারী অস্ত্র ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের এই সংঘাত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।