সৌদি আরবের বর্ডার গার্ড লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে নিরাপদে উদ্ধার করেছে। বার্তাসংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই দুই বাংলাদেশিকে উদ্ধার করে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের নৌকাটি লোহিত সাগরে ভেঙে যায়। সৌদি বর্ডার গার্ডের সেনারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন এবং প্রাথমিক সহায়তা প্রদান করেন।

সৌদি বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্র নিরাপত্তার নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সমুদ্রে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে যে জাহাজ বা নৌকা সমুদ্রযাত্রার জন্য নিরাপদ ও উপযুক্ত। জরুরি পরিস্থিতিতে নির্ধারিত জরুরি নাম্বারে ফোন করারও নির্দেশ দেওয়া হয়েছে।