জাপানের উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপে সোমবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। একই সঙ্গে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ৭.৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সমুদ্রের তলদেশে ৫০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তবে ভূতত্ত্ববিদরা ভবিষ্যতে আরও কম্পন হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি দেশবাসীর উদ্দেশে বলেন, “সামনের কয়েকদিন সতর্ক থাকুন। কম্পন অনুভূত হওয়ামাত্র নিরাপদ স্থানে চলে যেতে প্রস্তুতি রাখুন। নিজের মূল্যবান সম্পত্তি ও আসবাবপত্র ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করুন।”
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প ও সতর্কতার কারণে আওমোরি এবং আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। জাপানের দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যবর্তী ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী দপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে ওই এলাকায় কয়েকটি ‘রেসপন্স অফিস’ খোলা হয়েছে।
জাপান প্রশান্ত মহাসাগর অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত হওয়ায় বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর গড়ে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ ভূমিকম্পের ঘটনা ঘটছে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধারকাজ এখনও চলমান। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপদে থাকতে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে জনগণকে আহ্বান জানিয়েছেন।