চীন সীমান্তবর্তী হিমালয়ের পার্বত্য অঞ্চল লাদাখে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত একটি নতুন বিমানঘাঁটি নির্মাণ করছে। বুধবার (১২ নভেম্বর) ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং লাদাখের মুধ-নিওমা এলাকায় নির্মাণাধীন এই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাটি পরিদর্শন করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নতুন বিমানঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় তৈরি করা হচ্ছে। এর ফলে এটি ভারতের সবচেয়ে উচ্চতম বিমানঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করবে। উচ্চতায় অবস্থিত এই স্থাপনাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাদাখ একইসঙ্গে ভারতের দুই প্রতিবেশী শত্রু পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়।

যদিও ভারতের বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই নির্মাণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “নির্মাণাধীন নতুন এই বিমানঘাঁটির যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করার মতো পূর্ণ সক্ষমতা থাকবে। এটি আমাদের দুই শত্রুর জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে।”

উল্লেখ্য, গত শতকের পঞ্চাশের দশক থেকে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিদ্যমান। সর্বশেষ ২০২০ সালে লাদাখের গালাওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের ভয়াবহ সংঘাতে উভয় পক্ষের অনেক সেনা নিহত হয়েছিল। সম্প্রতি বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু হলেও, ভারতের অনেক বিশ্লেষক মনে করেন নয়াদিল্লি বেইজিংয়ের উপর এখনও সম্পূর্ণ আস্থা রাখতে পারেনি। সামরিক প্রতিরক্ষা জোরদার করার এই উদ্যোগটিই সেই অবিশ্বাসের একটি সুস্পষ্ট নিদর্শন। এই নতুন বিমানঘাঁটি ভারতের চীন সীমান্তে প্রতিরক্ষা এবং যুদ্ধকালীন প্রস্তুতিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ইএফ/