ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার জানান, “জ্বালানি সরবরাহ ও দাম স্থিতিশীল রাখা আমাদের প্রধান নীতি। তাই আমরা বিভিন্ন বাজার থেকে আমদানির সম্ভাবনা খতিয়ে দেখছি।”

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ আগরওয়াল বলেন, “বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ১,২০০-১,৩০০ ডলার মূল্যের জ্বালানি আমদানি করি। মার্কিন পক্ষ আমদানি আরও বাড়াতে চায়, আশা করি আলোচনায় ইতিবাচক ফল মিলবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রুশ তেল আমদানি কয়েকগুণ বাড়িয়েছে। এতে যুক্তরাষ্ট্রের বিরক্তি বাড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, “ভারত রুশ তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে।”

ভারত অবস্থান না বদলানোয় গত সেপ্টেম্বরে ট্রাম্প ভারতীয় রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। ফলে দেশটির রপ্তানি খাতে ধাক্কা লাগে।

নতুন আলোচনার মাধ্যমে নয়াদিল্লি সেই উত্তেজনা প্রশমিত করে জ্বালানি বাণিজ্যে স্থিতিশীলতা ফেরাতে চায় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।