ভারতের পশ্চিমবঙ্গ শাখার বিজেপি নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চললে আগামী জানুয়ারিতে তিনি পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে অভিযান চালাবেন। এই মন্তব্য তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর জানান।
শুভেন্দু বলেন, “বাংলাদেশে যদি দুই লাখ হিন্দু সমস্যার সম্মুখীন হয়, আমরা নীরব থাকব না। হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, তা বন্ধ করতে হবে। না হলে জানুয়ারিতে আমি পাঁচ লাখ সাধু নিয়ে উপ-হাইকমিশনের সামনে যাব।” তিনি আরও বলেন, “গঙ্গাসাগর মেলার পর এই কর্মসূচি পালন করা হবে। ব্যারিকেড ভেঙে আমরা উপ-হাইকমিশনে পৌঁছাব।”
উল্লেখ্য, চলতি মাসে ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং পরে দাহ করা হয়েছে। দিপু একটি পোশাক কারখানায় কাজ করতেন। ভারতের উগ্র হিন্দুত্ববাদী দলগুলো এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে হামলার চেষ্টা চালায়। এতে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ তার উপ-হাইকমিশনে ভারতীয়দের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে।