ফ্রান্সের ল্যুভর জাদুঘরে গত সপ্তাহে সংঘটিত চাঞ্চল্যকর রত্নচুরির পর জাদুঘরের কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কিছু মূল্যবান রত্ন ব্যাংক অব ফ্রান্সের ভূগর্ভস্থ ভল্টে স্থানান্তর করেছে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম আরটিএল জানায়, অ্যাপোলো গ্যালারির কিছু রত্ন শুক্রবার ফরাসি পুলিশের পাহারায় গোপনে সরিয়ে নেওয়া হয়। ব্যাংকের এই ভল্ট ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৭ মিটার নিচে অবস্থিত এবং ল্যুভর জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে সাইন নদীর তীরে অবস্থিত।

১৯ অক্টোবরের ঘটনার সময় ল্যুভর থেকে প্রায় ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের আটটি রত্ন চুরি হয়। চোররা দর্শনার্থীদের জন্য খোলা থাকা অবস্থায় জাদুঘরের ওপর তলার জানালা ভেঙে প্রবেশ করে এবং মাত্র সাত মিনিটে মূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায়।

এই চুরির ঘটনায় জাদুঘরের নিরাপত্তা ত্রুটি নিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ল্যুভর ও ব্যাংক অব ফ্রান্স কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো মন্তব্য করেননি।