ইরান তাদের সামরিক সক্ষমতা আরও একধাপ এগিয়ে নিতে শনিবার (১৮ অক্টোবর) উন্মোচন করেছে দুটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইমাদ’ ও ‘কাদর’।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স দেশটির গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে সরাসরি টেলিভিশন সম্প্রচারে এ উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে।
ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ‘কাদর’ ক্ষেপণাস্ত্রে উন্নত ইলেকট্রনিক কাউন্টারমেজার (ইলেকট্রনিক প্রতিরোধ) সরঞ্জাম যুক্ত করা হয়েছে, যা শত্রু দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে সক্ষম। অপরদিকে ‘ইমাদ’ ক্ষেপণাস্ত্রটিকেও আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্ষম করা হয়েছে।
আইআরজিসির কর্মকর্তারা জানান, এ ক্ষেপণাস্ত্রগুলো দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভেতরের দৃশ্যও প্রথমবারের মতো প্রকাশ করা হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের এমন সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।