বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাৎ নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত।

এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, তিনি অসুস্থ হওয়ার পর অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তবে ওই সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে ভারতের কূটনীতিকরা অনুরোধ করেছিলেন বলেও তিনি দাবি করেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন এটি গোপন রাখতে হবে।

জামায়াত আমিরের ওই বক্তব্যের বিষয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশি জামায়াতে ইসলামীর আমির একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের দুই কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ রাখছে। তাহলে কি ভারত জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ করছে?”

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। জামায়াতের সঙ্গে বৈঠকের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেটিকেও নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই দেখা উচিত।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মাধ্যমে জামায়াত আমিরের মন্তব্যকে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের সাধারণ প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।