ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কিল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন, চিকিৎসক ডা. উমর নবীর বাড়ি বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অবস্থিত উমরের বাড়ি ধ্বংস করার জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরক ব্যবহার করা হয়। তদন্ত কাজের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিস্ফোরণের চালক উমর নবী: গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় গাড়ির চালকসহ ১৩ জন নিহত এবং ২৭ জন আহত হন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, বিস্ফোরণে ব্যবহৃত হুন্দাই আই ২০ গাড়িটির চালক ছিলেন উমর নবী। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর ছিন্নভিন্ন দেহের অংশ শনাক্ত করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে উমরের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। গাড়ির ভেতর আটকে থাকা পায়ের অংশ থেকে নমুনা সংগ্রহ করে উমরের মায়ের ডিএনএ-এর সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

আরও দুই চিকিৎসকের নাম: দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের নামের আরও দুই কাশ্মিরি চিকিৎসকের নাম উঠে এসেছে। এঁরা তিনজনই ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন। মুজাম্মিলের ভাড়া বাড়ি থেকেই ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় উমরের মা এবং দুই ভাইসহ ছয়জনকে ইতোমধ্যে পুলওয়ামা থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উমর অত্যন্ত মেধাবী ছাত্র হলেও গত দুই বছর ধরে তাঁর আচরণে পরিবর্তন এসেছিল।

ইএফ/