ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনের কৃতিত্ব ফের নিজের নামে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরে যাওয়ার পথে প্রেসিডেন্ট বিমানে (এয়ার ফোর্স ওয়ান) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মধ্যস্থতাতেই দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছিল।

রোববার (২৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে বেশি কঠিন ছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো। তবুও তিনি সেটি ‘সমাধান’ করতে সক্ষম হন।

তার ভাষায়, “আমি সেটা (যুদ্ধবিরতি) করিয়ে দেখিয়েছি। আরও অনেক চুক্তি করেছি ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তিই ছিল সবচেয়ে জটিলগুলোর একটি।”

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এমনকি তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল শান্তি প্রতিষ্ঠার মূল অস্ত্র, যা ব্যবহার না করলে তিনি “বিশ্বের আটটি সংঘাত” মীমাংসা করতে পারতেন না।

ভারতের রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গেও ট্রাম্প মন্তব্য করেন, “ভারত এ বছরের শেষের আগেই রুশ তেল কেনা বন্ধ করবে। এই কারণেই আমি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছি।” তিনি আরও জানান, চীনও রুশ তেল কেনা কমাবে বলে আশা করছেন এবং এ বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।

এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্যযুদ্ধ প্রশমনে বৈঠকেও বসবেন।

ইএফ/