যুক্তরাষ্ট্র আরও কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

বর্তমানে মোট ১৯টি দেশের ওপর বিধিনিষেধ রয়েছে, যা ৩০ পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। নোয়েম বলেছেন, “যদি কোনো দেশ স্থিতিশীল না থাকে বা সেখানে সরকার নিজের নাগরিকদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন দেওয়া যৌক্তিক নয়।”

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় সবমিলিয়ে ৩৬টি দেশ আসতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে:

  • আফগানিস্তান
  • মিয়ানমার
  • ইরান
  • লিবিয়া
  • সোমালিয়া
  • সুদান
  • ইয়েমেন
  • হাইতি
  • ইরিত্রিয়া
  • কঙ্গো রিপাবলিক
  • চাদ
  • গিনি
  • বুরুন্ডি
  • কিউবা
  • লাওস
  • সিয়েরা লিওন
  • টোগো
  • তুর্কমেনিস্তান
  • ভেনেজুয়েলা