পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করার দাবি করেছে রুশ সেনারা। গত সোমবার (১ ডিসেম্বর) মস্কো এই দাবি জানালেও, ইউক্রেন তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেছে। ইউক্রেন বলছে, যুদ্ধ বন্ধের আলোচনাকে প্রভাবিত করতে এবং পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করতে রাশিয়া এমন অসত্য তথ্য ছড়াচ্ছে। যদি রাশিয়ার দাবি নিশ্চিত হয়, তবে এটিকে সাম্প্রতিক সময়ে তাদের জন্য একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে দেখা হবে।
দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ শহরটিতে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছিল। শহরটি সড়ক ও রেল যোগাযোগের জন্য ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ হাব ছিল, যদিও অব্যাহত ড্রোন হামলার কারণে রসদ সরবরাহের জন্য ইউক্রেন বিকল্প পথ ব্যবহার শুরু করেছিল।
রাশিয়ার পক্ষ থেকে শহরটি দখলের ঘোষণা আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা ফ্লোরিডায় যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনায় বসেছিলেন। ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো রাশিয়ার এই দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও মন্তব্য করেছেন, "যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে।" এদিকে, রাশিয়ার ঘোষণার আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছিল যে, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাদের সেনারা পোকরোভস্ক ও আশপাশের অঞ্চলের দখল নিজেদের কাছে রেখেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত রোববার সেনাদের সঙ্গে যুদ্ধের সম্মুখে দেখা করার পরই দেশটির সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভ পুতিনকে শহরটি দখলের তথ্য জানান। পরবর্তীতে প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশিত ভিডিওতে পোকরোভস্কের সিটি সেন্টারে রাশিয়ার পতাকা টানানোর দৃশ্য দেখা গেছে, যা সংবাদমাধ্যম সিএনএনও নিশ্চিত করেছে।
ইএফ/