ধাতু–জৈব কাঠামো (Metal-Organic Frameworks) উদ্ভাবনের জন্য তিন বিজ্ঞানীকে রসায়নে নোবেল পুরস্কার দিয়েছে সুইডেনের রয়্যাল একাডেমি।

এই কাঠামো গ্যাস শোষণ, পানি আহরণ, দূষণ নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। নোবেল কমিটি জানিয়েছে, এটি বিজ্ঞানীদের এমন উপাদান তৈরি করতে সক্ষম করেছে, যা প্রকৃতিতে ছিল না।

তিনজনই পদক ও সম্মিলিতভাবে পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।