হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কভিত্তিক এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) অবতরণের সময় রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই কর্মী সাগরে পড়ে মারা যান।
বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত উদ্ধার হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের জাহাজ ও হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়। বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বাকি দুটি রানওয়ে সচল রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য খ্যাত; এমন দুর্ঘটনা সেখানে অত্যন্ত বিরল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।