আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির খনিজ সম্পদ মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী।

গতকাল সোমবার সকালে কঙ্গোর দক্ষিণাঞ্চলীয় লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অবতরণের পর মন্ত্রী ও তার সফরসঙ্গীরা নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়।

মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জানান, রাজধানী কিনশাসা থেকে উড্ডয়ন করা বিমানটি কোলওয়েজিতে অবতরেণের কিছুক্ষণ পরেই আগুন ধরে যায়। তবে আগুন লাগার আগেই বিমানটি থেকে প্রায় ২০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল, যদিও তাদের লাগেজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা সম্প্রতি কোলওয়েজিতে পৌঁছান কালন্ডো খনির পরিস্থিতি পর্যালোচনা করার জন্য, যেখানে গত শনিবার এক দুর্ঘটনায় ৩২ জন নিহত হন। এই দুর্ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ইএফ/