আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনার পেছনে ভারতের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তালেবান এখন দিল্লির নির্দেশে চলছে। কাবুল ভারতের হয়ে প্রক্সিযুদ্ধ করছে।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, “বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী নাও হতে পারে।”
সম্প্রতি কাবুল সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরই দুই দেশের মধ্যে সংঘাত বাড়ে।
গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলায় আফগান রাজধানীতে টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ ও ক্বারি সাইফুল্লাহ নিহত হন। এর জবাবে আফগান সেনাবাহিনী সীমান্তে হামলা চালায়।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পৌঁছায় তারা।
বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।