ইয়েমেন উপকূলে আবারও উত্তেজনা। শনিবার এদেন বন্দর থেকে প্রায় ১১৬ নটিক্যাল মাইল দূরে এক বাণিজ্যিক জাহাজে ‘অজানা প্রজেক্টাইলের’ আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, জাহাজটির আগুন নেভাতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জাহাজটি কোন দেশের পতাকাবাহী, কিংবা কোথা থেকে কোথায় যাচ্ছিল— সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সব জাহাজকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগর দীর্ঘদিন ধরেই তেল ও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই এই অঞ্চলে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর হামলার অভিযোগ রয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে। তবে সর্বশেষ এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের নৌপথ নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যখন অঞ্চলজুড়ে যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত অবস্থায় রয়েছে।