ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রপ্তানিযোগ্য পোশাক, কাঁচামাল ও ব্যবসায়িক নমুনা পুড়ে গেছে। এতে দেশের প্রধান রপ্তানি খাত ‘রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি’ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি মো. এনামুল হক খান বাবলু।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এতে আমাদের রপ্তানি কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে।”
তিনি জানান, এ ভিলেজে মূলত হাই-ভ্যালুড ও জরুরি পণ্যসামগ্রী রাখা হয়, যেগুলো বিমানযোগে দ্রুত পাঠানো হয়। আগুনে বহু কারখানার রপ্তানিযোগ্য পোশাক ও গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়ে গেছে। “এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসার সুযোগ হারানো,” বলেন তিনি।
বিজিএমইএ সদস্যদের ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ শুরু করেছে জানিয়ে এনামুল হক বলেন, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য কার্গো ভিলেজ থেকে পাঠানো হয়। ফলে ক্ষতির পরিমাণ ‘অগণনীয়’।
সংগঠনটি দ্রুত ক্ষতিপূরণ প্রদান, শিপমেন্ট কার্যক্রম পুনরায় চালুর নিশ্চয়তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৈঠকের দাবি জানিয়েছে।