ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। গত দুই সপ্তাহে বিমান ও স্থল আক্রমণে অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার পর্যন্ত গাজার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৯ জনের মরদেহ। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, রাফা শহরে ইসরায়েলি পাল্টা হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল দাবি করে, এই হামলাগুলো হামাসের ফিল্ড কমান্ডার ও অস্ত্র গুদাম লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। তবে স্থানীয়রা বলছেন, অধিকাংশ হতাহত বেসামরিক নাগরিক।

১৭ অক্টোবর গাজার জেতুন এলাকায় এক পরিবারের মাইক্রোবাসে ট্যাংকের গোলা নিক্ষেপে একই পরিবারের ১১ সদস্য নিহত হন। যুদ্ধবিরতির মধ্যে এটিই একক হামলায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইসরায়েলি নৌবাহিনী গাজা উপকূলে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনি জেলেকে আটক করেছে এবং তাদের মাছ ধরার সব সরঞ্জাম ধ্বংস করেছে বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে।

মানবিক সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন–এর কর্মকর্তা নিক ওর জানিয়েছেন, গাজায় ধ্বংসের পরিমাণ এত ভয়াবহ যে মাটির নিচে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্র ও বোমাগুলো সরাতে ২০ থেকে ৩০ বছর সময় লেগে যেতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরায়েলের দীর্ঘ দুই বছরের হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন।

ইএফ/