যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় ফের বোমাবর্ষণ শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) ভোরে দক্ষিণ গাজার রাফা শহরসহ কয়েকটি এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী কাৎজ ও সেনা কর্মকর্তারা এক জরুরি ফোনালাপে এ অভিযানের বিষয়ে আলোচনা করেন। সরকারি সম্প্রচারমাধ্যম দাবি করেছে, হামাসের “সন্ত্রাসী তৎপরতার” জবাবে এই বিমান হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাদের দাবি, রাফায় এক বিস্ফোরণে তাদের দুই সদস্য নিহত হয়েছে। তবে ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, বিমান হামলায় বেসামরিক হতাহতও ঘটেছে।
এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক অভিযোগকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, “ওয়াশিংটনের এই বক্তব্য ইসরায়েলের আগ্রাসনের জন্য রাজনৈতিক আড়াল তৈরি করছে।”
সংগঠনটি আরও অভিযোগ করে, ইসরায়েল নিজেই সশস্ত্র অপরাধী গোষ্ঠী গঠন ও অর্থায়ন করছে, যারা ফিলিস্তিনি নাগরিকদের হত্যা, অপহরণ ও লুটপাটে জড়িত। হামাস বলেছে, তারা গাজার পুলিশ বাহিনীর সহায়তায় এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নিচ্ছে।
বিবৃতির শেষে হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়—“ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনুন, যেন যুদ্ধবিরতির নামে হত্যাযজ্ঞ বন্ধ হয়।”