রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতের প্রথম সফরে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশেষ লাল গালিচা সংবর্ধনা ও আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের মধ্যে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে মোদি আবেগাপ্লুত হয়ে পুতিনকে জড়িয়ে ধরেন। তারপর দুই নেতা একই গাড়িতে করে যাত্রা শুরু করার আগে করমর্দন ও পরস্পরের আলিঙ্গন বিনিময় করেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাগত অনুষ্ঠানে দু’দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দুই রাষ্ট্রপ্রধানের এই আন্তরিক অভ্যর্থনা আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে।

ভারত-রাশিয়া সম্পর্কের ঐতিহ্য এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার দিক নির্দেশ করছে।

এ সফরে অর্থনীতি, নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনাও হওয়ার সম্ভাবনা রয়েছে। পুতিনের আগমনের মুহূর্ত থেকে মোদি ও পুতিনের আন্তরিক আলিঙ্গন ও করমর্দন আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।