ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, নির্বাচনকে ঘিরে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, তা অবিলম্বে সমাধান করা দরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “শহীদ ওসমান হাদির মতো ঘটনা যেন আর কেউ অভিজ্ঞতা না করে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

আসিফ বলেন, “ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের বিভিন্ন ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে ভিন্ন ভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে। আমরা জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা শুনছি এবং সমাধানের পথ খুঁজছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তার পুনরাবৃত্তি রোধ করতে হবে। প্রার্থীরা নিরাপদে প্রচারণা করতে না পারলে সমান সুযোগের নির্বাচন সম্ভব হবে না। সরকারের উচিত নির্বাচনী প্রক্রিয়ার সব স্তরের নিরাপত্তা নিশ্চিত করা।”

আসিফ মাহমুদ হাদির হত্যাকাণ্ডকে উল্লেখ করে বলেন, “ঘটনার পর এখনও হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে যথাযথ অগ্রগতি দেখা যায়নি। এটি প্রার্থীদের এবং ভোটারদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।”

তিনি আশা প্রকাশ করেন, সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিশ্চিত করবে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় এবং দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে।