রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আপিল বিভাগ সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের আদেশ বহাল রেখে নিশ্চিত করেছে, এর ফলে মঞ্জুম আলী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, “গত ২১ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিল। আপিল বিভাগ আজ সেই আদেশ বহাল রেখেছে।”

এর আগে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট দায়ের করেন। রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ১ জানুয়ারি মনোনয়নপত্র বাতিল করেছিলেন। মঞ্জুম আলী এরপর নির্বাচন কমিশনে আপিল করেন।

রংপুর-১ আসনে মঞ্জুম আলী ছাড়াও মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • বিএনপি: মোকাররম হোসেন সুজন
  • জামায়াতে ইসলামি: রায়হান সিরাজী
  • ইসলামী আন্দোলন: এটিএম গোলাম মোস্তফা
  • এনসিপি: আল মামুন
  • গণঅধিকার পরিষদ: হানিফুর রহমান
  • সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): আহসানুল আরেফিন
  • ইসলামিক ফ্রন্ট: মো. আনাস
  • খেলাফত মজলিস: মো. মমিনুর রহমান